Breaking News

ইসরায়েলী হামলার প্রতিবাদে পাঁচবিবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | N NEWS 24


ডেস্ক রিপোর্টঃ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাশন, হাজার হাজার নিরীহ মানুষকে  নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

৭ এপ্রিল সোমবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার 

ব্যানারে বায়তুন নূর জামে মসজিদের উত্তর গেইট থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনমাথা এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হোন। 

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা শামসুল আলম, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আবুল বাশারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।

বিশ্বের সকল মুসলিম এক হও

ইসরায়েল এর বিরুদ্ধে  সকল মুসলিম জনতা কে এক হওয়ার আহবান জানানো হয়।

No comments

প্রাণের দাবি: ১,০০০ শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই নির্মাণ হোক | N NEWS 24

  মোঃআমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ চীন সরকারের অর্থায়নে দেশের উত্তরাঞ্চলে নির্মাণ হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল। এই হাস...