বিএনপি অফিস অগ্নিসংযোগ ও হামলা, সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর | N NEWS 24
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর -২ আসনের সাবেক এমপি ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরের জামিনের আবদেন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকালে গাইবান্ধা জেলা অতিরিক্ত চীপ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.জাহাঙ্গীর হোসেনের আদালতে এই আদেশ দেন।
এসময় আদালতে আসামী উপস্থিত ছিলেন। আসামী পক্ষের প্রধান আইনজীবী নিরঞ্জন রায়ের নেতৃত্বে শতাধিক আইনজীবী আদালতে শুনানিতে অংশ নেন। উপর দিকে রাষ্ট্রপক্ষ, বিএনপি পন্থী আইনজীবী বা কেউই আসামীর বিপক্ষে আদালতে উপস্থিত ছিলেন না। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে সময় গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদল অফিসে হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলার আসামী ছিলেন সাবেক এমপি শাহ্ সারোয়ার কবির।
তিনি স্বৈরাচার হাসিনার পতনের পর পরই আত্নগোপনে চলে যান। তিনি গ্রেফতার এড়াতে তার ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আফরোজা পারভীন কবির দম্পতির দিনাজপুর শহরের বাড়িতে আত্মগোপনে ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার দীবা গার্ডেন বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার দুপুরে গাইবান্ধায় আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়। আদালত থেকে বের হওয়ার সময় পুলিশ হাত কড়া লাগােেনার সময় দায়িত্বরত পুলিশের উপর শাহ্ সারোয়ার কবির ক্ষেপে যান।
পরে পুলিশ হাত কড়া না পড়িয়ে কার্ভাড ভ্যানে করে জেল হাজতে নিয়ে যান। গাইবান্ধা আদালতের পুলিশের উপ- পরিদর্শক আজিজুল হক বলেন, আদালতে আসামী শুনািিনর সময় আমি রাষ্ট্র পক্ষের হিসেবে ছিলাম। তবে আদালতে রাষ্ট্র পক্ষের কোন আইনজীবীকে দেখি নাই। গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতের রাষ্ট্র পক্ষের প্রধান আইনজীবী পিপি) আব্দুল হালিম প্রমাণিক বলেন, আমি ডিসি অফিসে থাকার কারনে ওই আসামীর বিপক্ষে আদালতে উপস্থিত থাকতে পারি নাই। আগামীকাল ওই আসামী বিরুদ্ধে আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
No comments