ধুনটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত | N NEWS 24
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজিত ঈদ পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ এপ্রিল বিকেলে উপজেলার পাঁচথুপি বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি নেতা মকবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জর্জ কোর্টের অতিরিক্ত পিপি ও সাবেক উপজেলা বিএনপির সদস্য বিএনপি নেতা রেজানুল হক ঠান্ডু।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ফিরোজ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক শাহিন, বিএনপি নেতা আব্দুল করিম, শাহিন আক্তার শাহিন, আব্দুস সাত্তার, মাসুদ রানা, জেলা সেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান শিতল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা, এরশাদ আলী, সাদিকুল ইসলাম, ইনজিল হোসেন, আব্দুস সালাম সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
No comments