Breaking News

কালাইয়ে 'অভিলাষ'এর ঈদ উপহার পেলো শতাধিক পরিবার | N NEWS 24


জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টারঃ

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে, প্রতি বছরের মতো এবছরেও সমাজের সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে 'অভিলাষ' নামক একটি  স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪ টায় জয়পুরহাটের কালাই উপজেলা শহীদ মিনার চত্বরে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রতি পরিবারের মাঝে লাচ্চা সেমাই ৫০০ গ্রাম, চিনি ৩০০ গ্রাম, গুঁড়া দুধ ২ প্যাকেট এবং ১ প্যাকেট আটাসহ পরিমাণ মত বাদাম কিচমিচ অভিলাষ এর ঈদ উপহার হিসাবে দেওয়া হয়।

এ ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, অভিলাষ এর প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ সৌরভ, সদস্য সাফিন আহমেদ,আপন হোসে,শিশির ইসলাম,সজিব হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, 'অভিলাষ' ২০২২ সালে যাত্রা শুরু করে। অভিলাষ একটি সেবামূলক, অরাজনৈতিক সংগঠন, যা সমাজের কল্যাণে কাজ করে। আমাদের মূল লক্ষ্য হলো: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে কার্যক্রম পরিচালনা, স্বেচ্ছাসেবীদের একত্রিত করে ইতিবাচক পরিবর্তন আনা, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার শক্তিতে সুন্দর ভবিষ্যৎ গড়া  ধারাবাহিকভাবে পালন করে আসছে সংগঠনটি।

অভিলাষ এর প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ সৌরভ বলেন, 'অভিলাষ' মানবতার পথে এক নিবেদিত যাত্রা। ২০২২ সালের ২৮শে মে আমাদের পথচলা শুরু হয়। মানবতার সেবাকে প্রধান লক্ষ্য হিসেবে রেখে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন অভিলাষ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই আমরা মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। 

প্রথম উদ্যোগ হিসেবে টিফিনের টাকা বাঁচিয়ে এতিমখানার শিশুদের সঙ্গে একদিনের ইফতার আয়োজন ও দিনমজুরদের মাঝে ইফতার বিতরণ করি। সেই থেকে ক্ষুদ্র পায়ে হেটেই চলেছে আমাদের সংগঠন। সকলের ভালবাসা ও সহযোগিতা নিয়ে এভাবেই আমরা এগিয়ে যেতে চাই।

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...