Breaking News

মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন | N NEWS 24

 


জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন  শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছরের মত এবারেও ঈদ আনন্দ উপলক্ষে দুই দিন ব্যাপি জমকালো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে । 

সোমবার (৩১ মার্চ) দুপুর ১২ টায় মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রিমিয়ার লীগ-২০২৫" (এমপিএল) এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান। 

প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ গ্রহণ করায় প্রধান অতিথি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্ম যাতে বি-পথে ধাবিত না হয় এজন্য এ ধরনের খেলা আয়োজন করা প্রয়োজন। 

এমপিএল আয়োজক কমিটির আহবায়ক ও অনুষ্ঠানের সভাপতি মফিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (টুকু), মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সাবেক) শফিকুল ইসলাম এবং প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন (শাবু), উপজেলা বিএনপির আহবায় কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। 

অনুষ্ঠানের সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভাপতি মফিদুল ইসলাম বলেন, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে স্কুল মাঠে ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যা স্থানীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এক আনন্দঘন মুহূর্ত তৈরি করবে বলে আশা করছি । টুর্নামেন্টের চতুর্থ আসরটি ডে-নাইট ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের মধ্যে ব্যপক উৎসাহ দেখা যায়। 

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

স্টাফ রিপোর্টার,জয়পুরহাট। 

মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮

No comments

দীর্ঘ ৩০ বছর পর হাইকোর্টের রায়ে ১২ একর ৬৫শতক সম্পত্তি ব্যবহারের অনুমতি পেলো জনসাধারণ | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাইয়ে দীর্ঘ ৩০ বছর পর হাইকোর্টের রায়ে ১২ একর ৬৫ শতক পুকুর ও পুকুর পাড় ব্যবহারের রায় পেল...