Breaking News

কালাইয়ে আইন না মেনে পশু জবাই, তিন মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা | N NEWS 24

  


জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ

আইন না মেনে পশু জবাই এর অপরাধে তিন মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টায় জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে ভ্রাম্যমান  আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।  

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী জবাইয়ের আগে ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে পশুর সুস্থতা যাচাই করে প্রত্যয়ন না নেওয়ায় তাদের এ জরিমানা করা হয়েছে।

শামিমা আক্তার জাহান বলেন, আইন অনুযায়ী পশু জবাইয়ের আগে অবশ্যই ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মাংসের মান নিশ্চিত হতে হবে। দণ্ডিত ওই মাংস বিক্রেতারা তা করেননি। তাই তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: মনিরুজ্জামান , কালাই থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

No comments

দীর্ঘ ৩০ বছর পর হাইকোর্টের রায়ে ১২ একর ৬৫শতক সম্পত্তি ব্যবহারের অনুমতি পেলো জনসাধারণ | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাইয়ে দীর্ঘ ৩০ বছর পর হাইকোর্টের রায়ে ১২ একর ৬৫ শতক পুকুর ও পুকুর পাড় ব্যবহারের রায় পেল...