জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল | N NEWS 24
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্রিকাটির জয়পুরহাট জেলা প্রতিনিধি শামীম কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ, পত্রিকার স্বল্পমূল্য এবং লেখার গুণগত মানের দিক দিয়ে দেশের সকল সংবাদপত্রকে ছাড়িয়ে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, দীর্ঘ সময়ে সংবাদপত্রের জগতে শীর্ষস্থান ধরে রাখাই প্রমাণ করে এ পত্রিকা সফল। সবার হৃদয়ে এখন বাংলাদেশ প্রতিদিন নামক একটি পত্রিকা। এ পত্রিকার সাফল্য কামনা করি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,মিজানুর রহমান,মাহবুবুল হক, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান,
জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাশরেকুল আলম।
Post Comment
No comments