ছাত্র অধিকার পরিষদ,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিতে স্থান পেল বগুড়ার ছেলে প্রতীক খান | N NEWS 24
ডেস্ক রিপোর্টঃ
ছাত্র অধিকার পরিষদ,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জুলাই বিপ্লবের রক্ত জয়ীযোদ্ধা, বগুড়ার কৃতি সন্তান,সোনারগাঁও ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী প্রতীক খান । বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার এই তথ্য জানান হয়।
প্রতীক খান ধুনট থানার চৌকিবাড়ি ইউনিয়নের নছরতপুর গ্রামে মো.আমিনুল খান এর ছেলে। তিনি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন। তিনি জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধাদের একজন।তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে রাজপথে সংগ্রাম করেছেন এবং প্রতিটা যোক্তিক আন্দোলনে রাজপথে সক্রিয়ছিলো এই তরুণ।ভবিষ্যতে তিনি আরও দৃঢ় মনোবল ও সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে লড়াই চালিয়ে যাবার আশা ব্যাক্ত করেন তিনি।
No comments