ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধুনট এর কমিটি গঠন | N NEWS 24
ধুনট (বগুড়) প্রতিনিধিঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়ার ধুনট উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন "ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধুনট এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১ বছর মেয়াদি ৯ সদস্য বিশিষ্ট আংশিক পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার ১৭ ফেব্রুয়ারী রাতে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সাগর মাহমুদ ও সাধারণ সম্পাদক রুয়েটের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কে.এম জমজম হাসান আলিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। এতে ঢাবি শিক্ষার্থী নাইম বাবুকে সভাপতি ও রুয়েট শিক্ষার্থী হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ আল-ইমরান, ইয়ামিম ইসলাম, ইমতিয়াজ বুলবুল, সাংগঠনিক সম্পাদক রাসেদ মুনসুর রাবু, ফিরোজ আহমেদ, রিংকি আক্তার, দপ্তর সম্পাদক আব্দুল মালেক।
উক্ত কমিটিকে অনতিবিলম্বে পূর্নাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ প্রদান করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
তাং, ১৮/২/২০২৫ইং
ধুনট বগুড়া প্রতিনিধি।
ফোন,০১৭১৭১২৭৬৯৫।
No comments