Breaking News

কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ | N NEWS 24

 


জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ

রড ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক নামে এক চালক নিহত হয়েছেন।

আজ সকালে জয়পুরহাটের কালাই উপজেলার ঠুসিগাড়ী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত এনামুল হক জয়পুরহাট সদর উপজেলার একাডেমী নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং রড বোঝাই ট্রাকের চালক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে জয়পুরহাট থেকে একটি বালু বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের সাথে ঠুসিগাড়ী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রড বোঝাইকৃত ট্রাক চালকের মৃত্যু হয়।

কালাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করেছি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারনেই মুলত এই দূর্ঘটনাটি ঘটেছে। মৃত্যুর ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।


জাহিদুল ইসলাম জাহিদ 

স্টাফ রিপোর্টার।

মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...