নওগাঁতে সংগ্রামী নারী উদ্যোক্তা শাবানা ইয়াসমিনের নতুন উদ্যোগ ‘আমার স্বপ্ন আমার সংসার’ উদ্বোধন | N NEWS 24
মো: এ কে নোমান, নওগাঁঃ
নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন নওগাঁর সফল নারী উদ্যোক্তা শাবানা ইয়াসমিন। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বাদ আসর দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘আমার স্বপ্ন আমার সংসার’। নওগাঁ সদরের কাচারি জামে মসজিদ মার্কেটে অবস্থিত এই দোকানটিতে থাকবে পাটজাত পণ্যের পাশাপাশি নকশিকাঁথা ও বিভিন্ন হস্তশিল্প সামগ্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, নারী উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবাই শাবানার নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং তার সাফল্য কামনা করেন।
শাবানা ইয়াসমিন বলেন, "এই উদ্যোগ শুধু আমার একার নয়, এটি নওগাঁর শত শত নারী উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি নিজেও একজন নারী উদ্যোক্তা, তবে আমার সঙ্গে আরও ৩৫০ জনের বেশি নারী কাজ করছেন, যারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি নিজেদের স্বাবলম্বী করতে এবং সমাজে একটি শক্ত অবস্থান তৈরি করতে।"
তিনি আরও বলেন, "আমি মূলত পাটজাত পণ্য নিয়ে কাজ করি। শুরুতে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে, তবে আমি কখনো হাল ছাড়িনি। ধীরে ধীরে আমি সফলতার পথে এগিয়ে যাচ্ছি। আজ আমার এই নতুন উদ্যোগ আরও বেশি নারীদের কাজের সুযোগ করে দেবে।"
শাবানার সঙ্গে কাজ করা উদ্যোক্তাদের মধ্যে একজন রাখী রানী, যিনি মূলত খাবার তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত। তার হাতে তৈরি খাবার, যেমন সন্দেশ, ঘি সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার এখন শাবানার দোকানেও পাওয়া যাবে।
রাখী রানী বলেন, "আমি ছোট পরিসরে শুরু করেছিলাম, কিন্তু ধীরে ধীরে আমার কাজের পরিধি বেড়েছে। শাবানা আপার সহযোগিতায় আমি এখন আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি। তার এই নতুন উদ্যোগ আমার মতো অনেক নারীর জন্যই আশার আলো।"
শুধু খাবার নয়, শাবানার দোকানে থাকবে স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পোশাকও। এর মধ্যে অন্যতম উদ্যোক্তা মৌসুমি বেগম, যিনি পোশাকে নকশা ও হস্তশিল্পের কাজ করেন। তার তৈরি নকশি করা শাড়ি, থ্রি-পিস, কুর্তি ও অন্যান্য পোশাক শাবানার দোকানে বিক্রি হবে।
মৌসুমি বেগম বলেন, "নারী উদ্যোক্তাদের জন্য কাজ করার সুযোগ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। শাবানা আপার এই উদ্যোগ আমাদের আরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আমি চাই, আমাদের মতো আরও অনেক নারী তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠুক।"
শাবানা ইয়াসমিনের এই নতুন উদ্যোগ শুধু তার নিজের জন্য নয়, বরং নওগাঁর অসংখ্য নারী উদ্যোক্তার জন্য একটি সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। অনেক নারী যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।
স্থানীয়রা মনে করছেন, ‘আমার স্বপ্ন আমার সংসার’ শুধু একটি দোকান নয়, বরং এটি নারী উদ্যোক্তাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এই উদ্যোগের মাধ্যমে নওগাঁর নারীরা যেমন তাদের সৃজনশীল কাজকে ব্যবসায় পরিণত করতে পারবেন, তেমনি স্থানীয় বাজারেও নতুন ধরনের পণ্যের প্রসার ঘটবে।
উল্লেখ্য, শাবানা ইয়াসমিন এর আগেও বিভিন্ন নারী উদ্যোক্তাদের সঙ্গে কাজ করেছেন এবং তাদের দক্ষতা বৃদ্ধি ও পণ্যের বিপণনের সুযোগ করে দিয়েছেন। তার এই উদ্যোগ আরও অনেক নারীকে আত্মনির্ভরশীল করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Post Comment
No comments