পাঁচবিবিতে আগামীর ভাবনা শীর্ষক কর্মশালা | N NEWS 24
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। আজ বৃহস্পতিবার উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় বাগজানা ইউনিয়নের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০’জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহন করা শিক্ষার্থীরা বিভিন্নভাবে সঠিক ও যুক্তি তর্কের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। বিচারকমন্ডলী শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করলে জীবনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ মোনালিসা আক্তার প্রথমস্থান অধিকার করেন। বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মওদুদ আহম্মেদ ২য় ও সোনাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ কাপী রাকিবুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করে।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুদেব চন্দ্র, সোনাপুর ডিএস দ্বাখিল মাদ্রাসার সুপার মোঃ জাহিরুল ইসলাম, জীবনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ছামসুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি সহ অনেকে। পড়ালেখায় ও দেশ গঠনের লক্ষ্যে উৎসাহ যোগাতে অনুষ্ঠানে অংশগ্রহন করা সকল শিক্ষার্থীকেও সান্তনা পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
No comments