Breaking News

আক্কেলপুরে মৌচাষী আনোয়ার এখন ব্যস্ত সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে | N NEWS 24

 


জয়নাল আবেদীন জয় জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

আক্কেলপুর থেকে জয়পুরহাট সড়কের দু ধারে হলুদের সমারোহ দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর সেই সরিষা ক্ষেতের মধ্যেই মৌ চাষিরা ব্যস্ত মধু সংগ্রহে। এমনই একজন মৌ চাষী আনোয়ার  হোসেন। তার বাড়ি আক্কেলপুর পৌর সদরের টিএনটি মোড়ে। একসময়  দিনাজপুর মৌ খামারে কাজ করতে গিয়ে মধু সংগ্রহের কাজ শিখেছেন।

মৌচাষের পদ্ধতি শিখে নিয়ে নিজেই মৌ খামার গড়ে তুলেছেন। বর্তমানে আনোয়ার পৌর সদরের কেঁচের মোড়ে সরিষা ক্ষেতের  ধারে মধু সংগ্রহে খামার দিয়েছেন  তার খামারে ১২০টি কাঠেরবাক্সের মৌচাক থেকে ৭ দিন  পর পর  প্রায় ২ শ’ কেজি  মধু পাওয়া যায়। তার সরিষা খামারের মধু বিক্রি করতে বাইরে যেতে হয়না।

খামার থেকেই ৪ শ’ টাকা কেজিতে মধু বিক্রি করেন। প্রতি বছর বিভিন্নস্থানে এবং বিভিন্ন সময়ে সরিষা , আমের মুকুল, কালো জিরার ফুল, লিচুর ফুল, মিষ্টি লাউয়ের ফুল থেকে মধু সংগ্রহ করেন।  সরিষা থেকে ১ মাস মধু পাওয়া যায়।

No comments

প্রাণের দাবি: ১,০০০ শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই নির্মাণ হোক | N NEWS 24

  মোঃআমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ চীন সরকারের অর্থায়নে দেশের উত্তরাঞ্চলে নির্মাণ হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল। এই হাস...