জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত | N NEWS 24
জয়নাল আবেদীন জয় জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয় ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির পথচলা শতবছর হওয়ায় সাবেক শিক্ষার্থীরা শতবর্ষ পূর্তি উদযাপনের আয়োজন করেন। এ উপলক্ষে শনিবার সকাল ১১’টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে ডক্টরস এসোসিয়েসন আব বাংলাদেশ (ড্যাব) ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন।
এ উপলক্ষে আলোচনার সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন শেখ। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন ড্যাবের জেলা কমিটির সভাপতি ডাঃ এস এম আবুল কালাম আজাদ, সম্পাদক ডাঃ মোঃ খালিদ বিন শরীফ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ সামছুজ্জোহা, ড্যাবের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ডাঃ মোঃ আলিম-আল রাজী, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল হাই ও সহকারী শিক্ষক শফির উদ্দিন আকন্দ। এ হেলথ ক্যাম্পে প্রবীন শিক্ষর্থীসহ উপজেলার ৫’শতাধিক বিভিন্ন রোগীকে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
ডাঃ আলিম-আল রাজী বলেন, এ বিদ্যালয়ে পড়ালেখা করে ডাক্তার হয়েছি এবং দেশের বিভিন্ন জেলার মানুষের চিকিৎসা সেবা করে আসছি। বিদ্যালয়ের শতবছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে পুরাতন সহপাঠিদের সঙ্গে একসাথে মিলিত হয়ে ভালো লাগছে। সেইসঙ্গে এলাকার মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিতে পেয়েও খুব ভালো লাগছে।
No comments