Breaking News

জয়পুরহাটের কালাইয়ে হিমাগারে ডাকাতি! নগদ টাকাসহ ৩৩ লাখ টাকার মালামাল লুট | N NEWS 24

 


জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই পৌরসভার শিমুলতলী আর বি স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেড আলুর হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। তারা হিমাগারের ভিতরে অফিস প্রবেশ করে নগদ ৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে এবং নৈশ্য প্রহরী  রফিকুল ইসলাম নামে একজন আহত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে হিমাগারের ভিতরে এসে হামলা হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম, অপারেটর জুয়েল রানা, নিরাপত্তা প্রহরি রফিকুল ইসলাম ও লুৎফর রহমান, শাহজাহানসহ মোট ৭ জনকে হাত ও পা বেঁধে মারধর করে।

 সেই সাথে নিরাপত্তা প্রহরি রফিকুল ইসলামের মাথায় আঘাত । এরপর ডাকাতরা আলমারি ভেঙ্গে নগদ সাড়ে ৮ লাখ ৫০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ট্রান্সফরমারের মূল্যবান তামা, কমপ্রেসার ট্রান্সফরমারও নিটকুলার মোটরসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে।

 হিমাগারে দায়িত্বে থাকা ফোরম্যান শাহজাহান জানানর, রাত ১২ টার পরে হিমাগারের মেশিন ঘরের ১৫-১৮ জন ডাকাত আসে। এরপর সবাইকে নিয়ে ঘরে আটকে রাখে। এবং মারধর করে।

হিমাগারের ব্যবস্থাপক সেলিম মন্ডল জানান, রাত সাড়ে ১২টার দিকে ১৫ থেকে ১৮ জনের মত ডাকাত দল নগদ সাড়ে ৮ লাখ ৫০ হাজারসহ ৩৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের মারপিটে একজন নিরাপত্তা প্রহরীকে মাথা ফেটে আহত করেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের প্রচ্ছেষ্টা চলছে।

No comments

কালাইয়ে মাদারপুরে মানবতার দেওয়াল উদ্বোধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,স্টাফ রিপোর্টারঃ নিদারুণ শীতে কাঁপছে দেশ। জবুথবু হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাপন। শৈত্য প্রবাহে নিস্ত...