কালাইয়ে মাদারপুরে মানবতার দেওয়াল উদ্বোধন | N NEWS 24
জাহিদুল ইসলাম জাহিদ,স্টাফ রিপোর্টারঃ
নিদারুণ শীতে কাঁপছে দেশ। জবুথবু হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাপন। শৈত্য প্রবাহে নিস্তেজ হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্র প্রাদুর্ভাব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে গরীব ও অসহায় মানুষেরা হাঁড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এই শীত গরীব, অসহায়, ছিন্নমূল মানুষের হাঁড়ে কাঁপুনি ধরে দিয়েছে। একটু উষ্ণতার আশায় মানুষ গরম কাঁপড়ের খোঁজ করছে চারিদিক। অসহায়, দুস্থ, গরীব মানুষের মাঝে উষ্ণতার পরশ বিলিয়ে দিতে এগিয়ে এসেছেন কালাই উপজেলার মাদারপুর গ্রামের কৃতি সন্তান গাবতলী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: জাহিদুল ইসলাম।
জয়পুরহাটের কালাই উপজেলার মাদারপুর গ্রামের কৃতি সন্তান গাবতলী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর উদ্যোগে গত ১০ জানুয়ারী শুক্রবার জুম্মা নামাজ পর মাদারপুর গ্রামে মানবতার দেওয়াল এর কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার অসহায় গরীব দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এসময় মাদারপুর নুরে আজিজিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, মাদারপুর পশ্চিমপাড়া মসজিদের পেশ ইমাম মোঃ শফির উদ্দিন, সমাজসেবক মোঃ অফির উদ্দিন, আনোয়ার হোসেন বাদল, মোঃ মাহবুব হোসেন, মোঃ ফারুক হোসেন সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম জাহিদ
স্টাফ রিপোর্টার।
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮
No comments