জয়পুরহাটের কালাইয়ে দু’দিনব্যাপী পিঠা উৎসব ও বই মেলার উদ্বোধন | N NEWS 24
জাহিদুল ইসলাম জাহিদ,স্টাফ রিপোর্টারঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে দুই দিনব্যাপী শীতের পিঠা উৎসব ও বইমেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান। মেলা চলবে ১লা জানুয়ারী পর্যন্ত।
কালাই সরকারি মহিলা কলেজে প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব ছোট বড়, সাধারণ মানুষ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র -ছাত্রী সকলে মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।
শুক্রবার বিকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামিমা আক্তার জাহান।
উদ্বোধন শেষে তিনি বিভিন্ন পিঠা ও বইয়ের স্টল পরিদর্শন করেন।
কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামিমা আক্তার জাহান বলেন, এই পিঠা উৎসব ও বইমেলা শিক্ষার্থীদের আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করি সেই সাথে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করবে।
হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন,ছাত্র -ছাত্রীদের মেধার বিকাশ এবং সোশাল মিডিয়া থেকে দূরে রাখতে এরকম মেলা আয়োজন করার কোন বিকল্প নেই।
No comments