জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালকের ইন্তেকাল,পরিবারে শোকের ছায়া | N NEWS 24
জাহিদুল ইসলাম জাহিদ,স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক এবং কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আতাউর রহমান তালুকদার (খসরু) ইন্তেকাল করিয়াছেন।
বুধবার বেলা দেড়টায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খসরু তালুকদার কালাই উপজেলার মাত্রাই গ্রামের কৃতি সন্তান।
মৃত্যুর সময় পর্যন্ত তার বয়স হয়েছিল (৬৮) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (রাজশাহী) বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দনসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী। এছাড়াও কালাই প্রেসক্লাব,কালাই মডেল প্রেসক্লাব এবং প্রেসক্লাব কালাই এর সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেন।
আতাউর রহমান তালুকদার প্রেসক্লাব কালাই এর সাধারণ সম্পাদক সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লাইনের পিতা।
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
০১৭১৯-৫১১৪৮৬
২৩.০১.২৫
No comments