জয়পুরহাটের কালাইয়ে ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | N NEWS 24
জাহিদুল ইসলাম জাহিদ,স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাইয়ে ভোরের দর্পণ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭ টায় কালাই প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় ও কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা ভোরের দর্পণের প্রতিনিধি আসাদুজ্জামান নয়নকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সেলিম সরোয়ার শিপন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার, সিনিয়র সহ-সভাপতি তানবিরুল ইসলাম রিগান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুন নুর নাহিদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রিন্স, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জীবন তালুকদার লিটন এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার কালাই উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান নয়ন সভাপতিত্ব করেন।
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
স্টাফ রিপোর্টার জয়পুরহাট
০১৭৮৫৩৫২৫৫৮
No comments