Breaking News

জয়পুরহাটে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ | N NEWS 24

 


 জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ

ধ্রুবতারা  ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে  দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ   ১৪ জানুয়ারি  দুপুর  ১২টায় জয়পুরহাট  শান্তিনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

আইপিসিডি ফিনান্সের সহায়তায় ও DYDF-এর উদ্যোগে জয়পুরহাট  জেলা শাখার মাধ্যমে (১০০)  জন মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,  ধ্রুবতারা   ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি  রাকিবুল  ইসলাম  , সাধারণ সম্পাদক সুমাইয়া,  কার্য করী সদস্য আয়াত আখি, শারমীন, নিশাদ, জাহিদ, আবির, রিমি আক্তার, ফুলমন জান্নাত ও তাবাস্সুম জামান প্রমুখ।

জাহিদুল ইসলাম জাহিদ 

স্টাফ রিপোর্টার।

মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮

No comments

প্রাণের দাবি: ১,০০০ শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই নির্মাণ হোক | N NEWS 24

  মোঃআমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ চীন সরকারের অর্থায়নে দেশের উত্তরাঞ্চলে নির্মাণ হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল। এই হাস...