Breaking News

জাতীয় গোল্ডকাপ ফুটবলে নওগাঁ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ধামইরহাট উপজেলা দল | N NEWS 24

 


মো: এ কে নোমান, নওগাঁঃ

"তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফুটবলের পাশাপাশি এর আগে এই আয়োজনে ক্রিকেট, ভলিবল, কাবাডি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় জমায় ক্রীড়াপ্রেমীরা।

ফুটবলে, বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ধামইরহাট উপজেলা দল এবং নওগাঁ পৌরসভা দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে নওগাঁ পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধামইরহাট উপজেলা দল।

অন্যদিকে, ফুটবলে বালিকা বিভাগের ফাইনালে বদলগাছি উপজেলা দল ও ধামইরহাট উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়। দারুণ দক্ষতার প্রমাণ দিয়ে বদলগাছি উপজেলা দল ২-০ গোলের ব্যবধানে ধামইরহাট উপজেলা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের মতে, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে উন্নয়নের সুযোগ দেওয়া হবে।


#ক্যাপশন- গোল্ডকাপ ফুটবলে ধামইরহাট উপজেলা টিমের দুর্দান্ত সাফল্য

No comments

প্রাণের দাবি: ১,০০০ শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই নির্মাণ হোক | N NEWS 24

  মোঃআমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ চীন সরকারের অর্থায়নে দেশের উত্তরাঞ্চলে নির্মাণ হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল। এই হাস...