জয়পুরহাটের সাবেক এসপি নুর আলম সহ সারা দেশের মোট ৫৭ জন এসপির বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ প্রমাণিত | N NEWS 24
জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টারঃ
মো: মোস্তাকিম হোসেন, স্বৈরাচারের রাতের ভোটের কারিগর!
অন্তর্বর্তী সরকারের গোয়েন্দা জালে ধরা পড়েছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে নৈশভোট বাস্তবায়নে জড়িত ৫৭ এসপি। অভিযোগ রয়েছে, পতিত স্বৈরাচারী খুনি সাইকো প্যাথ এর কাছ থেকে, তারা হাজার কোটি টাকার সুবিধা নিয়ে এই নির্বাচনকে প্রভাবিত করেছিলো।
আলোচিত ৫৭ জন এসপিঃ
১=পঞ্চগড়ের এস এম সিরাজুল হুদা,
২=ঠাকুরগাঁওয়ের উত্তম প্রসাদ পাঠক,
৩=দিনাজপুরে শাহ ইফতেখার আহমেদ,
৪=নীলফামারীতে মোহাম্মদ গোলাম সবুর,
৫=লালমনিরহাটে মোহাম্মদ সাইফুল ইসলাম,
৬=রংপুরে মো. ফেরদৌস আলী চৌধুরী,
৭=গাইবান্ধায় মো. কামাল হোসেন,
৮=জয়পুরহাটে মোহাম্মদ নূরে আলম,
৯=বগুড়ায় সুদীপ কুমার চক্রবর্তী,
১০=চাঁপাইনবাবগঞ্জে মোঃ ছাইদুল হাসান,
১১=নওগাঁয় মুহাম্মদ রাশিদুল হক,
১২=রাজশাহীতে মোঃ সাইফুর রহমান,
১৩=নাটোরে মোঃ তারিকুল ইসলাম,
১৪=সিরাজগঞ্জে মোঃ আরিফুর রহমান,
১৫=পাবনায় মোঃ আকবর আলী মুনসী,
১৬=মেহেরপুরে মোঃ রফিকুল আলম,
১৭=কুষ্টিয়ায় এ এইচ এম আবদুর রকিব,
১৮=চুয়াডাঙ্গায় আব্দুল্লাহ আল মামুন,
১৯=ঝিনাইদহে মো. আজিম-উল-আহসান,
২০=নড়াইলে মোসাঃ সাদিরা খাতুন,
২১=বাগেরহাটে আবুল হাসনাত খান,
২২=খুলনায় মোহাম্মদ সাঈদুর রহমান,
২৩=সাতক্ষীরায় কাজী মনিরুজ্জামান,
২৪=বরগুনায় মোঃ আবদুস ছালাম,
২৫=পটুয়াখালীতে মোঃ সাইদুল ইসলাম,
২৬=ভোলায় মোঃ মাহিদুজ্জামান,
২৭=বরিশালে ওয়াহিদুল ইসলাম,
২৮=ঝালকাঠিতে মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ২৯=পিরোজপুরে মোহাম্মদ শফিউর রহমান,
৩০=গোপালগঞ্জে আল-বেলী আফিফা,
৩১=মাদারীপুরে মোঃ মাসুদ আলম,
৩২=শরীয়তপুরে মোঃ মাহবুবুল আলম,
৩৩=ফরিদপুরে মোঃ শাহজাহান,
৩৪=রাজবাড়ীতে জি এম আবুল কালাম আজাদ, ৩৫=মানিকগঞ্জে মোহাম্মদ গোলাম আজাদ খান,
৩৬=মুন্সীগঞ্জে মোহাম্মদ আসলাম খান,
৩৭=নরসিংদীতে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ৩৮=নারায়ণগঞ্জে গোলাম মোস্তফা রাসেল,
৩৯=ঢাকা জেলায় মোঃ আসাদুজ্জামান,
৪০=গাজীপুরে কাজী শফিকুল আলম,
৪১=টাঙ্গাইলে সরকার মোহাম্মদ কায়সার,
৪২=জামালপুরে মোঃ কামরুজ্জামান,
৪৩=শেরপুরে মোনালিসা বেগম,
৪৪=নেত্রকোনায় মোঃ ফয়েজ আহমেদ,
৪৫=কিশোরগঞ্জে মোহাম্মদ রাসেল শেখ,
৪৬=সুনামগঞ্জে মোহাম্মদ এহসান শাহ,
৪৭=সিলেটে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ৪৮=মৌলভীবাজারে মোঃ মনজুর রহমান,
৪৯=হবিগঞ্জে এস এম মুরাদ আলী,
৫০=ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ৫১=কুমিল্লায় আব্দুল মান্নান,
৫২=ফেনীতে জাকির হোসেন,
৫৩=নোয়াখালীতে মোঃ শহীদুল ইসলাম,
৫৪=লক্ষ্মীপুরে মোহাম্মদ তারেক বিন রশিদ,
৫৫=চট্টগ্রামে এস এম শফিউল্লাহ,
৫৬=কক্সবাজারে মোঃ মাহফুজুল ইসলাম,
৫৭=রাঙামাটিতে মীর আবু তৌহিদ ও বান্দরবানে সৈকত শাহীন।
অন্তর্বতী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে যাচাই-বাছাই করে, দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কোন পুলিশ কর্মকর্তা এরকম কাজ না করে।
No comments