Breaking News

তেরখাদায় জুয়া খেলা অবস্থায় নগদ টাকা, তাস ও অন্যান্য সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক | N NEWS 24

 


 স্টাফ রিপোর্টারঃ

বুধবার রাত পোনে ২ টার দিকে তেরখাদা থানা পুলিশ  তেরখাদা থানাধীন পারহাজীগ্রাম গ্রামস্থ মোঃ মান্নান শেখ (৪৫), এর বসত ঘরের বারান্দা থেকে  তাস , নগদ টাকা এবং তাস খেলার সরঞ্জামসহ ২ জুয়াড়িকে আটক করে।

পুলিশ জানায় ,  ১৮/১২/২০২৪ তারিখ রাত ০১.৪০ ঘটিকার সময় তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় এসআই ( নিঃ) নূর আলম মুন্সীসহ অন্যান্য অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন পারহাজীগ্রাম গ্রামস্থ মোঃ মান্নন শেখের বসত ঘরের বারান্দায় চৌকির উপর হতে  লিটন সরদার @ মোঃ আবুজার সরদার লিটন (৩০) , পিতা-খাজা সরদার, ২। হাবিবুর @ হাসিব (২৫), পিতা-আনোয়ার বিশ্বাস, উভয় সাং-পারহাজীগ্রাম , থানা-তেরখাদা , জেলা-খুলনাদ্বয়কে ঘটনাস্থলে প্রকাশ্য জুয়া খেলারত অবস্থায় আটক করেন এবং ০৫ জন আসামী কৌশলে পালিয়ে যায়। এ  সময় ১০৪ টি বিভিন্ন রংয়ের তাস, বিভিন্ন নোটের সর্বমোট ৫,৬০০/-(পাঁচ হাজার ছয় শত) টাকা , একটি প্লাস্টিকের সাদা পলিথিন যাহা লম্বা অনুমান ৪ ( চার ) হাত উদ্ধার করে।

এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে। যার  নং-০৭ , তারিখ-১৮/১২/২০২৪ খ্রিঃ, ধারা-প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪। জিআর-১৩৫।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...