যশোর ঝিকরগাছায় চার সাংবাদিকসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা | N NEWS 24
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টারঃ
যশোরের ঝিকরগাছায় অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে ৪ সাংবাদিকসহ ৩৭ জনের নামে মামলা করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়,গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলাইমান হুসাইন এ মামলাটি করেছেন।
মামলায় চার সাংবাদিক হলেন দৈনিক কল্যানের আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলার শাহ জামাল শিশির, দৈনিক স্পন্দনের আবু সাইদ মিলন এবং দৈনিক নওয়াপাড়ার একরামুল হক খোকন।
এ ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাব নেতৃবৃন্দ নিন্দা জানিয়ে ও মামলা প্রত্যাহারের দাবিতে বিবৃতি দিয়েছেন। মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমামুল হাসান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ইমরান রশীদ, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংবাদিক আবুল কাশেম, এম আর মাসুদ, তারিক মোহাম্মদ, আলমগীর হোসেন, শাহিনুর রহমান, জুলফিকার আলী ভুট্টো, ইসমাইল হোসেন, কাজী ইদ্রিস আলী, মহসিন আলম, আবিদুর রহমান, আফজাল হোসেন চাঁদ, রেজওয়ান বাপ্পি, মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য এই মামলায় সাবেক ঝিকরগাছা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
No comments