Breaking News

মারা গেছেন ফায়ার ফাইটার নয়ন, ছয় ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ে আগুন | N NEWS 24

  


আহমেদ সাব্বির রোমিওঃ

টানা ছয় ঘন্টা চেষ্টার পরেও এখনো নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ে আগুন।  ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিট এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ( সকাল সাতটা পঞ্চাশ ) এখনো আগুনের লেলিহান শিখা দেখা বিদ্যমান রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা।

সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

তিনি আরও জানান, নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর যাবৎ ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন।

অপরদিকে এই ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া কাভার্ডভ্যান চালককে আটক করেছেন শিক্ষার্থীরা। তারা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ওই কাভার্ডভ্যানচালক দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। পরে ব্যারিকেড দিলে চালক কাভার্ডভ্যান থামান। 

পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত মানুষজন চালককে মারতে উদ্যত হন, কিন্তু সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

No comments

কালাইয়ে মাদারপুরে মানবতার দেওয়াল উদ্বোধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,স্টাফ রিপোর্টারঃ নিদারুণ শীতে কাঁপছে দেশ। জবুথবু হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাপন। শৈত্য প্রবাহে নিস্ত...