Breaking News

কালাইয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি চরণ,সংবর্ধনা ও আলোচনা সভা | N NEWS 24


জাহিদুল ইসলাম জাহিদঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় ১৬ই ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবস উপলক্ষে এক গৌরবময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে, যার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। এছাড়া বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা জামায়াতের আমির রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল হাসান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, এবং কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার বিজয় মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...