পাঁচবিবিতে সোনা চোরা কারবারি সোনা সহ গ্রেফতার | N NEWS 24
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে ৫’পিস (৫.৮৩ গ্রাম) সোনার বার সহ সোনা চোরা কারবারি কে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ, যাহার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা।
মঙ্গলবার সকালে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে স্বর্নগুলো উদ্ধার করে।
গ্রেফতারকৃত যুবক মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে বাবু (২৮)।
জয়পুরহাট জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অফিসার রফিকুল ইসলাম জানান,
ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলি গামী অরিন পরিবহনে কয়েক জন যাত্রী সেজে সোনারবার সহ সীমান্ত এলাকায় আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে¦ ক্যাম্পের সদস্যরা উপজেলার বাগজানা সীমান্তে অভিযান চালিয়ে ঢাকা-মেট্্র-ব=১২-৩৪৮৪ নং অরিন বাসের এক যাত্রীর আচরন সন্দেহ হলে তার শরীর তল্লাসী করা হয়। এ সময় অভিনব কায়দায় রাখা পায়ের জুতার ভিতর লুকিয়ে রাখা ৫’পিস সোনারবার উদ্ধার করা হয়।
পরে আসামিকে পাঁচবিবি থানায় সোনা চোরা কারবারি আইনের মামলায় হস্তান্তর করা হয়।
No comments