Breaking News

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা: জনসচেতনতার উপর গুরুত্বারোপ | N NEWS 24

 


মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ

ধামইরহাট উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে করণীয় বিষয় নিয়ে উক্ত সভায় বিস্তৃত আলোচনা হয়।

সভায় ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, "আইন প্রয়োগের পাশাপাশি পলিথিন ব্যাগের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি।" তিনি আরও বলেন, "অযথা পার্কিং, নিয়ন্ত্রণহীন হেডলাইট ও হর্ন ব্যবহার জনদূর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে; এগুলো নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করা খুবই গুরুত্বপূর্ণ।" এছাড়া, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রচার মূলক কার্যক্রম গ্রহণের উপরও তিনি জোর দেন।

সভায় ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের পদক্ষেপ গুলো তুলে ধরেন। এসময় বিজিবি বস্তাবর কোম্পানি কমান্ডার সুলতান খান এবং কালুপাড়া কোম্পানি কমান্ডার কে এম শরিফুল ইসলাম সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মামলার আপডেট তুলে ধরেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বন বিট কর্মকর্তা, প্রেসক্লাব সদস্য, এবং ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ প্রজেক্টরের মাধ্যমে বিগত মাসের কার্যক্রমের অগ্রগতি এবং প্রতিবেদন উপস্থাপন করেন।

সভা শেষে ইউএনও মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জনসচেতনতা বৃদ্ধির জন্য সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের মাঝে আইন-শৃঙ্খলা রক্ষার বার্তা পৌঁছানোর আহ্বান জানান।

No comments

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা: জনসচেতনতার উপর গুরুত্বারোপ | N NEWS 24

  মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ ধামইরহাট উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা নির...