নওগাঁয় নকল নবিশদের জাতীয়করণের দাবিতে কাফনের কাপড়ে আমরণ অনশন | N NEWS 24
মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন, নওগাঁ শাখার উদ্যোগে চাকুরি জাতীয়করণের দাবিতে আমরণ অনশনের তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। জেলার রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে কাফনের কাপড় পরে নকল নবিশরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে দৃঢ় মনোভাব নিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
জেলার বিভিন্ন উপজেলার নকল নবিশরা সকাল থেকে কর্মবিরতি রেখে আমরণ অনশনে অংশ নেন। এই আন্দোলনের ফলে সাধারণ জনগণ জমি রেজিস্ট্রেশন, নামজারি, দলিল প্রত্যয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে পড়ছেন। একইসঙ্গে সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
নওগাঁ সদর উপজেলার সাধারণ সম্পাদক লোকমান হাকিম জানান,
"আমরা টানা ৩৭ দিন ধরে কলম বিরতি পালন করছি। এর মধ্যে গত তিন দিন ধরে আমরণ অনশন করছি। জনগণের দুর্ভোগ এবং সরকারের রাজস্ব ক্ষতির কথা বিবেচনা করে আমরা কর্তৃপক্ষকে অনতিবিলম্বে আমাদের চাকুরি জাতীয়করণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। জনগণের এই ভোগান্তি আমাদেরও পীড়িত করছে। আমরা চাই, সরকার দ্রুত উদ্যোগ নিক এবং আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিক।"
অনশনকারীদের অভিযোগ, দলিল সংক্রান্ত নকল তৈরি ও সংশ্লিষ্ট নথিপত্র প্রদান বন্ধ থাকায় সাধারণ মানুষের জমিজমা ও আইনি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে নানা জটিলতায় পড়ছেন অনেকে।
অনশনে নওগাঁ উপজেলা শাখার সভাপতি মো. নাছিম উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হাকিম, এবং সদস্য আবুল কালাম আজাদ-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনশনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাবেন। এদিকে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং রাজস্ব আদায়ের ক্ষতি এড়াতে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
No comments