ক্ষেতলালে তথ্য নিতে গেলে সাংবাদিকের উপর হামলা |N NEWS 24
জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারের উপরে আব্দুল আলীমের চার দোকানের সামনে রাস্তার পশ্চিম পাশে রাস্তার উপরে ৯ই নভেম্বর ২০২৪ শনিবার রাত আনুমানিক ৯ টায় হোপ গ্রামের বাসিন্দা আমিনুর ও নুর ইসলাম ২ জনার মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে পূর্ব শত্রুতার জের ধরে
তাদের মধ্যে মারামারি শুরু হলে সরকার অনুমোদিত "দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার "ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন (৪৫) সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে তার এন্ড্রয়েড মোবাইল সেট দিয়ে ভিডিও ও স্থির ছবি তোলার সময় উক্ত ইউনিয়নের উত্তর হাট শহর গ্রামের আব্দুর রাজ্জাক শেখ (সোমবারু) এর ছেলে মুকুল হোসেন (৪০)হোপ পূর্বপাড়ার বাসিন্দা মৃত জবীর উদ্দিনের ২ ছেলে শাহারুল ইসলাম (ইউনুস) ৩৫ ও পলাশ (৩০)এরা কয়েক জন সাংবাদিক বেলাল হোসেনকে এলোপাথাড়ি ভাবে মারধর করার একপর্যায়ে তার মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে পরিয়ে জ্ঞান হারার মতো হয়ে যায়
তখন তার কাছ থেকে এন্ড্রয়েড মোবাইল সেট ও আলুর বীজ কেনার জন্য কাছে থাকা প্রায় ৫৪ হাজার টাকা ছিনতাই করে নেয়।আঘাত প্রাপ্ত মাটিতে পড়ে থাকা রক্তমাখা সাংবাদিক বেলাল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে ভর্তি করান। উক্ত সাংবাদিক বেলাল হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি থাকা অবস্থায় সেখান থেকে মামলা করার উদ্দেশ্যে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ( ওসি) মশিউর রহমান এর কাছে গেলে
তিনি আমার কাছ থেকে ঘটনার বিস্তারিত কথা শোনার পর সরাসরি বলে দেন, থানায় মামলা করে কোন লাভ হবে না,কোটে মামলা করার কথা বললে সাংবাদিক বেলাল হোসেন বাদী হয়ে " ১৭ই নভেম্বর ২০২৪ তারিখে জয়পুরহাট বিজ্ঞ আমলি আদালত ৪-এ উক্ত ৩ জন কে আসামি করে ৩২৩,৩২৫,৩০৭,৫০৬(২)৩৭৯,ধারায় একটি মামলা দায়ের করেন।সাংবাদিক বেলাল হোসেন জানান , তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া android মোবাইল সেটটি ঘটনার ২ দিন পর মামলার তিন নম্বর আসামি পলাশ ফেরত দেওয়ার পর চালু করে দেখা যায়, ধারনকৃত তথ্য, ভিডিও এবং যতগুলো ছবি তোলা ছিল তা সম্পূর্ণরূপে ডিলিট করা হয়েছে।
এলাকা সূত্রে জানা গেছে ওরা দুর্ধর্ষ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং তারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের সাথে জড়িত। সাংবাদিককে আঘাত করা ও এলোপাথাড়ি ভাবে মারধর করার কারণে সাংবাদিক মহল খুবই ক্ষুব্ধ এ বিষয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে তাদেরকে আটক করে আইনে আওতায় এনে বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক।
No comments