Breaking News

কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন | N NEWS 24

  


 জাহিদুল ইসলাম জাহিদ,স্টাফ রিপোর্টারঃ

"সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ"

এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে শনিবার (২নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস এর আয়োজনে একটি র‌্যালি,জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান এস.এম তারেকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শামীমা আক্তার জাহান।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিস এর সহকারী পরিদর্শক মোঃ মাহবুবর রহমান,উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,জিন্দারপুর গুডনেইবারস মহিলা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোছাঃ নাছিমা বিবি, কালাই ফুলকলি মহিলা সমবায় সমিতির সভাপতি আরজেলা বেগম, এলতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ রতন, বিনইল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি নাজমুল হক প্রমুখ।

  অনুষ্ঠান শেষে জিন্দারপুর গুডনেইবারস মহিলা সমবায় সমিতি লিমিটেডকে কালাই উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত করে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...