Breaking News

নওগাঁয় মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | N NEWS 24

 


মো: এ কে নোমান, নওগাঁঃ

নওগাঁয় মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) নওগাঁ সদরে অবস্থিত প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের  অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহনা টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মতিউর রহমান। তিনি তাঁর বক্তব্যে মহোনা টিভির সংবাদ পরিবেশনের মান এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। প্রধান অতিথি বলেন, “মোহনা টিভি দেশের প্রথম সারির একটি বিশ্বস্ত টেলিভিশন চ্যানেল, যা সততা এবং পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। নওগাঁ জেলার ঐতিহাসিক ও পর্যটন স্থানগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার মাধ্যমে এটি নওগাঁকে একটি সম্ভাবনাময় আয়ের উৎসে পরিণত করতে পারে।” তিনি প্রশাসনের উদ্দেশ্যে আরও বলেন, “দর্শনার্থীদের নিরাপত্তা এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে নওগাঁ পর্যটনের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি, অনলাইন ও প্রিন্ট মিডিয়া সংগঠনের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. সাদেকুল ইসলাম, মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নওগাঁ জেলা শাখার সভাপতি ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো. সাব্বির আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, বৈশাখী টিভি ও ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান হোসেন রোমান, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান নাদু, এটিএন বাংলা নিউজের জেলা প্রতিনিধি আব্দুর রাকিব, দৈনিক গণকন্ঠ এর জেলা প্রতিনিধি তুষার আহমেদ, প্রতিদিনের চিত্রের জেলা প্রতিনিধি মো. এ কে নোমান এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী নুরনবীপ্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা মোহনা টেলিভিশনের সাফল্যের ইতিহাস এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নওগাঁ জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন, এবং পর্যটন সম্ভাবনা তুলে ধরে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। স্থানীয় প্রতিনিধিরা মোহনা টিভির মাধ্যমে নওগাঁর সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরে জাতির সামনে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার ওপর জোর দেন।

আলোচনা সভার শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিকদের নিরাপত্তা, এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রার্থনা করা হয়।

No comments

কালাইয়ে পাকা ধানের গন্ধে কৃষকদের মনে এখন বইছে প্রফুল্লতা | N NEWS 24

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলায় আমন ধান কাটা ও মাড়াইয়ের চলছে উৎসবের ধুম। বাম্পার ফলন পেয়ে খুশি কৃষকরা । মৃদু ...