পাঁচবিবিতে ধান ক্ষেতে হাতও গলা বাঁধা অবস্থায় পড়ে আছে শ্রমিকের লাশ | N NEWS 24
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান গ্ৰামের উত্তর পাশে পাঁচবিবি ও হাকিমপুর থানার মধ্যবর্তী স্থানে মোলান ও বাঁশমুরী রাস্তার পাশে ধানের জমিতে একজন ভ্যান চালকের লাশ পাওয়া গেছে।
নিহত ভ্যান চালক হাকিমপুর থানার আলীহাট ইউনিয়নের বাওনা গ্ৰামের মোঃ মিনহাজুল ইসলাম ছেলে মোঃ আরাফাত ইসলাম।
সরজমিনে ও স্থানীয় সুত্রে জানা যায়, আনুমানিক সকাল ০৬.০০ ঘটিকার সময় মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এমতাবস্থায় ধানক্ষেতে দড়ি দিয়ে হাত বাঁধা একটি লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। তখন কৃষকদের চিৎকারে ফসলের মাঠে কাজ করা অন্য কৃষকরাও ছুটে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান।ঘটনাস্থল দুই থানার মধ্যবর্তী হওয়ায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন ইসলাম, ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, পাঁচবিবি সার্কেল মোঃ আফজাল হোসেন ও জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কাওসার আলী বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
No comments