Breaking News

হিলিতে বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ | N NEWS 24

 


গোলাম রব্বানী হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ, ও রসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। 

এসময় স্বাগত বক্তব্যবে উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

তিনি আরও জানান, এ বছর হাকিমপুর উপজেলায় ১৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি জনকে সরিষা বীজ ১ কেজি, ১০ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ এর উদ্বোধন করা হয়েছে।

গোলাম রব্বানী 

হিলি, দিনাজপুর প্রতিনিধি 

০১৭৭৪১৯৮২৭২

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...