Breaking News

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন যুব ইউনিটের কমিটি গঠন | N NEWS 24


সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জের দেউলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব শাখায় মো. তারাজুল ইসলাম কে সভাপতি করে  দেউলী ইউনিয়ন কমিটি গঠন।

শুক্রবার বেলা ৩ টায় রহবল নূরুন আলা নূর হাফেজিয়া মাদ্রাসার হল রুমে, দেউলী  ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক  ডেন্টিষ্ট মো.আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো.জিন্না মিয়া, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের প্রধান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা মো.শাহাদাতুজ্জামান সাহেব সাবেক (সাংসদ)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.কামাল হোসেন ইউনিয়ন জামায়াত আমীর,

 বিশেষ অতিথি, মো.সাজেদুর রহমান জুয়েল, শিবগঞ্জ থানা যুব জামায়াতের সভাপতি।

ইউনিয়ন জামায়াতের যুব দের সমর্থনে সভাপতি নির্বাচিত হন. মাওলানা মো.তারাজুল ইসলাম,  আরবী প্রভাষক দাড়িদহ ফাজিল মাদ্রাসা।

সাধারণ সম্পাদক, মো.সুমন মিয়া ভেটেরিনারি চিকিৎসক। 

অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো.আল আমিন কর্মরত সিনজেনটা কোম্পানি। 

এসময় উপস্থিত ছিলেন, মো.আবু হুজাইফা ইসলামী ছাত্রশিবির জেলা সাংস্কৃতিক সম্পাদক। 

মো.মেহেদুল ইসলাম, সহকারি অফিস সম্পাদক ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা।

মো.আব্দুল আলিম,  ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি মোকামতলা আদর্শ থানা শাখা। 

হাফেজ মো.আব্দুল্লাহ আল মাহিন, বায়তুলমাল ইসলামী ছাত্রশিবির মোকামতলা থানা শাখা । 

হাফেজ মো.মামুনুর রশিদ কেয়ারটেকার ২ নং ওয়ার্ড  জামায়াতে ইসলামী দেউলী ইউনিয়ন শাখা।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...