Breaking News

জয়পুরহাটে ধর্ষণের পর হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড | N NEWS 24


জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। সোমবার দুপুর দুইটার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ ও নারী, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। নিহত ওই ছাত্রী জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত ও আয়মাপাড়ার খোরশেদ মন্ডলের ছেলে কামিনী জাহিদ।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৬ মে রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের ওই ছাত্রীর বাড়িতে পরিবারের লোকজন ছিলনা। সেই সুযোগে আসামীরা বাড়ির দেয়াল টপকিয়ে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। এসময় সে বাধা দিলে আসামিরা তাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে পালিয়ে যায়। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। এ মামলার স্বাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...