Breaking News

খাদ্য অধিদপ্তরের ৪৮ বস্তা চাল জব্দ করে, সুফল মেলেনি ইউএনও সহ , উর্দ্ধতন কর্মকর্তাদের, বিপাকে সাংবাদিরা | N NEWS 24

 


নিউজ ডেস্কঃ

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ছাতীনালী মোড়ে, আজকে বুধবার সকাল থেকেই, খাদ্য অধিদপ্তরের ৩০কেজি বস্তা, সরকারি (রেট)১৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

 কিন্তু  সেই চাল  কার্ড ধারীদের থেকে  বেশি অংকের টাকা লোভ দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা মিলে, প্রত্যেক বস্তা ৭০০ থেকে ৮০০ অথবা ৯০০ টাকা দরে কিনে নিচ্ছে। সে-ই চাল এই অসাধু ব্যবসায়ীরা বাজারে 42 থেকে 45 টাকা দরে বিক্রি করতেছে। আমারা কয়েক জন সাংবাদিক খবর পেয়ে,সেখানে গেলে , চালে বস্তা সহ একটি ভ্যান জব্দ করি, ভ্যান চালককে জিজ্ঞেস করলে বলে , এগুলো চালের বস্তা ৮০০থেকে ৯০০ টাকা দরে কিনে নেওয়া হচ্ছে , যে কিনেছে আমি তাদের বাসায় পৌঁছে দিচ্ছি।

আমারা কয়েকজন সাংবাদিক ও ভ্যানের পেছনে পেছনে গিয়ে দেখি ঐ ব্যাবসায়ীর বাসায় ৪৮বস্তা খাদ্য অধিদপ্তরের সিল সহ চাল মজুদ আছে। তৎক্ষণাৎ আমরা ইউএনও সহ, উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করলে,তারা বিষয়টি আমলে নিলে ও এখনো উদ্ধার হয়নি ৪৮ বস্তা খাদ্য অধিদপ্তরের চাল।

অসাধু ব্যবসায়ীরা হলেন,১/ সাদ্দাম হোসেন(৩৫) পিতা, মোঃ আজিজার,২/মোঃ জাকিরুল (৪০) পিতা মৃত মোঃ ফজলুর রহমান ৩/মোঃ আইজুল(৪০) পিতা মোঃ ফয়েজ উদ্দিন ৪/ মোঃ আফিফ (৩০) পিতা মোঃ আইজুল সর্বজনের গ্ৰাম আওলাই ইউনিয়নের মুগর চন্ডীপুর।

এ বিষয়ে গতকাল পাঁচবিবি থানার ইউএনও স্যারকে বিষয়টি অবগত করেছি , কিন্তু দুঃখের বিষয় হলো এখনো কোন সুফল মেলেনি। বিপাকে পড়েছি আমরা কয়েকজন সাংবাদিক।

তবে আমরা এখনো আশা করছি,এই বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তারা যেকোনো একটা ব্যবস্থা গ্ৰহন করবেন।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...