Breaking News

পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহার জনসচেতনতামূলক প্রচারণা পরিবেশ অধিদপ্তরের | N NEWS 24

  


গাইবান্ধা প্রতিনিধিঃ

সবাই মিলে পলিথিন দূষণ রোধ করি  বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি এই স্লোগান সামনে রেখে পরিবেশে নিষিদ্ধ পলিথিন পলিপ্রোপিলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহার করে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তর। 

সোমবার (২১ অক্টোবর)  বিকেলে ইয়ুথনেট  ফর  ক্লাইমেট জাস্টিসের সার্বিক  সহযোগিতায় জেলা শহরের পুরাতন বাজারে  বিভিন্ন দোকান ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে জেলা পরিবেশ অধিদপ্তর  আয়োজনে এই জনসচেতনতামূলক প্রচারণা চারানো হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম  , গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের  পরিদর্শক শের আলম,  ইয়ুথনেট  ফর ক্লাইমের জাস্টিসের বিভাগীয় সমন্বয়কারী  মারুফ মিয়া।

বিভিন্ন ব্যবসায়ী ও ক্রেতাদেরকে পলিথিন  এর ব্যবহার না করার আহ্বান জানান।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...