Breaking News

ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন | N NEWS 24


মোঃ এ কে নোমান, নওগাঁঃ

যথাযোগ্য মর্যাদায় ধামইরহাটে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪। উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদের হল রুমে গিয়ে শেষ হয়।

উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, আসমা খাতুন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার।

আলোচনা সভায় শিক্ষার গুরুত্ব এবং শিক্ষকতার মানবিক দিক নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, সেননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সোবহান, ধামইরহাট মহিলা কলেজের সিনিয়র প্রভাষক এস সি আলবার্ট সরেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন এবং ফার্সিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান (তোতা)।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা খাতুন শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা ও নৈতিকতার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আহ্বান জানান।

বিশেষ অতিথিরা শিক্ষার উন্নয়নে শিক্ষকসমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন এবং শিক্ষকদের সম্মান জানান। আলোচনা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের আরও উৎসাহী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

No comments

হাকিমপুরে পলিথিনের ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণের অভিযান ২ লাখ টাকা জরিমানা | N NEWS 24

গোলাম রব্বানী হিলি প্রতিনিধিঃ দিবাজপুরের হাকিমপুর হিলিতে পলিথিনের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিবেশ ...