Breaking News

জয়পুরহাটে ৩ শতাধিক রোগীর বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান | N NEWS 24

 


ডেক্স রিপোর্টঃ

জয়পুরহাটে ৩ শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চোখের নানা ধরনের চিকিৎসা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত পাঁচবিবি উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পে চিকিৎসা প্রদান করে দিনাজপুরের গাউসুল আজম বিএনএসবি আই হসপিটাল।

আমেরিকার দাতা সংস্থা স্পৃহা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দিনাজপুরের গাউসুল আজম বিএনএসবি আই হসপিটাল থেকে আগত ডা: ফাহমিদা নাজনীনের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল টিম পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের চোখে ছানি পড়া, কম দেখা, পানি পড়াসহ বিভিন্ন সমস্যায় নিয়ে চিকিৎসা প্রদান করেন।

এই ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাউসুল আজম বিএনএসবি আই হসপিটাল পরিচালবা পরিষদের সহ সাধারণ সম্পাদক শফিকুল হক ছটু, উপ-পরিচালক শফিকুল আলম, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস বিউটিসহ তার পুরো পরিবার।

ক্যাম্পেইন নিয়ে প্রতিষ্ঠানটির সহ সাধারণ সম্পাদক শফিকুল হক ছটু জানান, এখানে আগত ৩ শতাধিক রোগীর মধ্যে ৮০ জনকে বাছাই করা হয়েছে। তাদের আগামী সোমবার ও মঙ্গলবার আমাদের হাসপাতালে রেখে বিনামূল্যে অপারেশন করে ল্যান্স পড়িয়ে কালো চশমা পড়ানো হবে। এ সময় তাদের যাতয়াত, থাকা খাওয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে।

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...