Breaking News

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি | N NEWS 24


জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। ফলে বিকেল ৩ টায় পৌর শহরের তিনমাথায় কোনো পক্ষ সমাবেশ করতে পারেনি।

পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন বলেন, বিএনপির দুই পক্ষ একই সময়ে একই স্থানে প্রতিবাদ সমাবেশ ডাকে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, পুলিশ ও সেনাবাহিনী পৌর শহরে টহল দিচ্ছে। কোনো পক্ষ সমাবেশ স্থলে আসেননি।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...