Breaking News

কাহালুর আজিজুল হক মেমোরিয়াল কলেজের এক শিক্ষক আট বছর লাপাত্তা | N NEWS 24

ডেস্ক রিপোর্টঃ

বগুড়া জেলার কাহালু উপজেলার আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি বিএমটি শাখার শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম বিগত ২০১৬ সালের মাঝামাঝি সময় থেকে আজ অবধি লাপাত্তা। 

কলেজ প্রশাসন আজ পর্যন্ত তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় একটি ট্রেড বন্ধ হওয়ার পথে এবং উক্ত শাখার শিক্ষা কার্যক্রমমারাত্মকভাবে ব্যাহত হয়েছে, হচ্ছে। 

প্রাপ্ত তথ্য মতে, মোঃ ফরিদুল ইসলাম, পিতা-লুৎফর রহমান, গ্রাম- সুজাবাদ, শাজাহানপুর, বগুড়া- উক্ত কলেজের বিএমটি  শাখার সহকারী অধ্যাপক,   ইনডেক্স নং-৩০৭৫১২৬ এবং মেসার্স ঝিনুক এন্টারপ্রাইজ, কলোনী, বগুড়ার একজন প্রোপ্রাইটার। ব্যবসায়িক লেনদেন চলাকালীন চেক জালিয়াতি একাধিক মামলায় তাকে প্রত্যেকটিতে ০১ (এক) বছর করে কারাদণ্ড ও দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয় এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে তিনি ২০১৬ সাল থেকে আজ অবধি পলাতক রয়েছেন এবং কলেজেও অনুপস্থিত রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর বিষয়টি অবগত হয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য কলেজ প্রশাসনের নিকট ৩১/০৫/২০১৮ ও ০৬/০৮/২০১৮ খ্রি. তারিখে দুটি চিঠি ইস্যু করা হলে তাকে সাময়িক বরখাস্ত(!) করা হয়।

 কিন্তু তার নাম এমপিও শীটে এখন চলমান, আর বেতন-ভাতা শীটে সাময়িক বরখাস্ত দেখানোর কারণে তার ব্যাংক হিসাবে বেতন জমা হচ্ছে না! 

শিক্ষার্থীদের স্বার্থে আট বছর পরে হলেও উর্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিবেন বলে আশা করা হচ্ছে।

No comments

দীর্ঘ ৩০ বছর পর হাইকোর্টের রায়ে ১২ একর ৬৫শতক সম্পত্তি ব্যবহারের অনুমতি পেলো জনসাধারণ | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাইয়ে দীর্ঘ ৩০ বছর পর হাইকোর্টের রায়ে ১২ একর ৬৫ শতক পুকুর ও পুকুর পাড় ব্যবহারের রায় পেল...