Breaking News

কালাইয়ে কাঁচা রাস্তা পাকাকরণে বেহাল অবস্থা, দুর্ভোগে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ | N NEWS 24

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে ৩ নাম্বার ওয়ার্ড পার্বতীপুর, বেচখন্ড , শিবসমুদ্র ও বলিস শিবসমুদ্র গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তাটির বেহাল অবস্থা। কাঁচা রাস্তা পাকা করার লক্ষ্যে রাস্তা খনন করে বালু ঢেলে রাখা হয়েছে। উক্ত কয়েক গ্রামের লোকজন জানান, দীর্ঘ ৭ মাস হল রাস্তাটির কাজ বন্ধ রয়েছে।

 ঢেলে রাখা বালুগুলো বৃষ্টির পানিতে পাশের জমিতে নেমে যাওয়ায় রাস্তাটির বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে এতে করে মাঠ থেকে ভ্যানে করে আলু ও ধান বাড়িতে আনা খুবই কষ্টকর এবং বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া খুবই ব্যয়বহুল। 

এছাড়াও , ভ্যান , ইজি বাইক, সাইকেল, মোটরসাইকেল চলাচলের সময় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। অত্যন্ত কষ্টের সাথে রোগীকে ভ্যানে করে হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করে। উক্ত রাস্তার নির্মাণ কাজটি দ্রুত সম্পূর্ণ করার জন্য কয়েক গ্রামের লোকজন জোর দাবি জানিয়েছেন। 

ওই রাস্তার ঠিকাদার কালিচরণ আগরওয়ালা, বাসা জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সামনে। তার সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। কানাই উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করে জানা যায় উক্ত রাস্তার ঠিকাদার পলাতক রয়েছে,তবে রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দেন।

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...