Breaking News

জয়পুরহাটে ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন | N NEWS 24


মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে বৈষম্যবিরধী ছাত্র আন্দলনে গুলি বিদ্ধ হয়ে গত ৪ আগষ্ট নিহত হন নজিবুল সরকার বিশাল।নিহত বিশালের বাবা বাদী হয়ে একটি মামলা করলে তদন্তের স্বার্থে ২ মাস ১৪ দিন পর উত্তলন করা হয় বিশালের লাশ। 

নিহত বিশাল পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের রতনপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে। 

আদালতের নির্দেশে ১৭ অক্টোবর সকাল ১০ টায় পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে বিশালের পরিবারের সমত্তিক্রমে  ও জেলা এক্সজিকিউটিভ ম্যাজিস্টেট উজ্জল বাঁইন এর উপস্থিতিতে শহীদ বিশালের লাশ উত্তোলন করা হয়। 

বিশালের বাবা বলেন সঠিক তদন্তের স্বার্থে আমার ছেলের লাশ উত্তোলনে সমত্তি প্রদান করি আমার ছেলের যেনো সঠিক বিচার পাই। 

প্রশাসনের পক্ষে থেকে জানানো হয় যে বিজ্ঞ আদালতের নির্দেশে আমরা বিশালের লাশ উত্তোলন করছি যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ আবার হস্তান্তর করা হবে।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...