Breaking News

পাঁচবিবিতে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন | N NEWS 24

   


পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ মোঃ গোলাম মোরশেদঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে   উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের  সর্ববৃৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাউৎসব। 

রোববার বিকেলে  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে, পাঁচবিবি পৌর শ্মশান ঘাটে  একেক করে পৌর শহরের এবং ইউনিয়ন থেকে আগত সকল প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, 

জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওহাবের দিকনির্দেশনায়, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) কে এম এ মামুন খান চিশতী, 

পাঁচবিবি উপজেলার সুযোগ্য নির্বাহী  অফিসার আরিফা  সুলতানা,, সৎ ও নিষ্ঠাবান  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার চৌকস পুলিশের অফিসার ইনচার্জ, কাওসার আলী, ওসি তদন্ত ইমাদুয়েল জাহেদী, সেনাবাহিনীর অফিসার সহ সদস্য বৃন্দ,  

ফায়ার সার্ভিসের অফিসার বৃন্দ, বিজিবির সদস্য বৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবীর ইনচার্জ, 

গোয়েন্দা শাখার বিভিন্ন অফিসার বৃন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সহ বিভিন্ন ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, এবার উপজেলায়  মোট ৭৬ টি মন্দিরে  প্রশাসনের কঠোর নিরাপত্তায়,  সুষ্ঠু সুন্দর,উৎসবমুখর  পরিবেশে দূর্গা উৎসব অনুষ্ঠিত হয়।

No comments

হাকিমপুরে পলিথিনের ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণের অভিযান ২ লাখ টাকা জরিমানা | N NEWS 24

গোলাম রব্বানী হিলি প্রতিনিধিঃ দিবাজপুরের হাকিমপুর হিলিতে পলিথিনের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিবেশ ...