Breaking News

রাজধানীতে সাইবারট্রন এস্টুডিও এর কার্যালয়ের উদ্বোধন | N NEWS 24


নিউজ ডেস্কঃ

রাজধানীর প্রাণকেন্দ্র ধানমন্ডিতে এক যুগেরও বেশি পুরনো ফটোগ্রাফি প্রতিষ্ঠান “সাইবাট্রন এস্টুডিও” এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ১১ অক্টোবর বাদ আসর মিলাদ মাহফিলের মাধ্যমে ধানমন্ডি ২৭ এর লাগোয়া লালমাটিয়া ব্লক – সি'তে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিসেস নিশা রহমানের কন্যা সাবিহা রহমান শুকন্যা ও পুত্র খালেকুর রহমান অপরাজিত ফিতা কেটে এ নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। উল্লেখ্য, ২০১২ সালে স্বনামধন্য ফটোগ্রাফার শুভ রহমান ও সম্রাট রহমানের হাত ধরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ কালের পরিক্রমায় প্রতিষ্ঠানটি শুধু ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি ছাড়াও মাল্টিমিডিয়া ঘরানার নানাবিধ সার্ভিসের মাধ্যমে গ্রাহক সেবা দিয়ে আসছে। পরিশেষে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের খ্যাতিমান ফটোগ্রাফার, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...