Breaking News

পাঁচবিবি আফিয়া কোল্ড স্টোরেজে দুর্ধর্ষ চুরি | N NEWS 24

 


মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা  ইউনিয়নে অবস্থিত আফিয়া কোল্ড স্টোরেজ প্রাঃ লিঃ এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, 

মঙ্গলবার পাঁচবিবি থানার অভিযোগ সূত্রে জানা যায়, 

সোমবার দিবা গত রাত ৩টার দিকে অফিস রুমের জানালার গ্রিল কেটে চোর ভিতরে প্রবেশ করে, অফিসের লকার, স্টিলের  আলমারি ভেঙ্গে প্রায়  ৩লক্ষ ৫০ হাজার১৫৯ টাকা চুরি করে নিয়ে যায়। 

এ বিষয়ে আফিয়া কোল্ড স্টোরেজের মালিক, কাজী আলমগীর কবির ও ম্যানেজার জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, প্রত্যেক দিনের মত অফিস শেষ করে, রাত  ৮টার পর পর সকল কর্মচারী  বাড়ি চলে যায়, মঙ্গলবার সকালে ক্যাশিয়ার অফিস রুমে ঢুকে 

দেখতে পায় অফিসের জানালা ভাঙ্গা এবং আলমারি ও লকার ভাঙচুর অবস্থায় দেখে ম্যানেজার জিয়াউর রহমান কে জানায়, ম্যানেজার  জিয়াউর রহমান অফিসে এসে দেখতে পান অফিস তছনছ অবস্থায়। 

সঙ্গে সঙ্গেই পাঁচবিবি থানায় হাজির হয়ে  লিখিত অভিযোগ দায়ের করেন, 

এ বিষয়ে ৫বিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিনা আহসান জানান অভিযোগ পাওয়ার পরপরই 

গঠনস্থলে এসআই মাসুম এএসআই সোহেল, গঠনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করেন, তবে এ ঘটনার সাথে যাহারা জড়িত,তাদের  খুব শীঘ্রই  আইনের আওতায় আনা হবে।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...