Breaking News

আজ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ'র ৫৩ তম জন্মবার্ষিকী | N NEWS 24


মোঃআশিকুর রহমান (সাজু) স্টাফ রিপোর্টারঃ

আজ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ'র ৫৩ তম জন্মবার্ষিকী।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলার দারিয়াপাড়া গ্রামে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক সালমান শাহ। তার পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন, ঢাকায় চলচিত্রে এসে নাম লেখান "সালমান শাহ " নামে। 

তার মা নীলা চৌধুরী এবং বাবা কমর উদ্দিন চৌধুরী,ছোট  ভাই শাহরান ইভান চৌধুরী। সালমান শাহ ই ছিলেন পরিবারের বড় ছেলে। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচিত্রের মাধ্যমে তিনি চলচিত্রে পা রাখেন।

প্রথম সিনেমার সুপার ডুপার ব্যবসাসফল হওয়ার কারনে আর তাকে পেছনে তাকাতে হয় নি।একের পর এক তিনি রোমান্টিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে সেরা নায়কের তালিকায় নাম লেখান।

তার মোট চলচ্চিত্রের সংখ্যা ছিল ২৭ টি।এই ২৭ টি চলচিত্রের মাধ্যমেই তিনি বাংলাদেশের মানুষের রিদয়ে জায়গা করে নিয়েছে। 

 সালমান শাহ অভিনীত বিশেষ ভাবে উল্লেখযোগ্য সিনেমা :কেয়ামত থেকে কেয়ামত,তুমি আামার,স্নেহ, দেন মহর,বিক্ষোভ, আনন্দ অশ্রু, প্রিয়জন,তোমাকে চাই,সত্যের মৃত্যু নেই,কন্যাদান,প্রেম পিয়াসি,স্বপ্নের পৃথিবী, চাওয়া থেকে পাওয়া,জীবন সংসার ইত্যাদি। 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর কোন এক রহস্যময় ভাবে চিত্র নায়ক সালমান শাহ'র মৃত্যু হয়।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...