Breaking News

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদী থেকে বল তুলতে গিয়ে মৃত্যু | N NEWS 24

ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

ভুরুঙ্গামারী মহিলা কলেজের ইংরেজি প্রভাষক জনাব মাসুদ আল করিম এর ছেলে জাহিন (১৫) এবং ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা ইংরেজি প্রভাষক জনাব হামিদুল হক এর ছেলে সিয়াম (১৪) সোনাহাট ব্রিজে পাড়ে  বল পানি থেকে তুলতে গিয়ে দু'জনেই পানিতে পড়ে যায়। অনেক চেষ্টার পর মাসুদ আল করিমের ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও হামিদুল হকের ছেলেকে এইমাত্র মৃত অবস্থায় উদ্ধার করা হল ।

জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার সহকারী অধ‍্যাপক (ইংরেজি) হামিদুল ইসলামের ছেলে সিয়াম (১৪) ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ‍্যাপক (ইংরেজি) মাসুদ আল করিম এর ছেলে জাহিন (১৫) দুধকুমার নদের পাড়ে দুই বন্ধু ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায় তাদের বল নদের পানিতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে দু’জনেই নদের স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে  সিয়ামের মরদেহ উদ্ধার করে।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...