Breaking News

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত | N NEWS 24


মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবি তে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে, 

শুক্রবার জুম্মার নামাজের পর থেকে তাওহীদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, ভারতে পুরোহিত রামগীরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতেশ রানে কর্তৃক বিশ্ব নবী (সাঃ) এর অবমাননা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সর্বস্তরের তাওহীদী জনতার উদ্যোগে শান্তিপূর্ণ মিছিলটি বাদ জুমা পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

বিক্ষোভ মিছিল শেষে মসজিদ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশে বক্তব্য রাখেন বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওঃ রুহুল আমীন ও মোয়াজ্জিন হাফেজ জামিল আহম্মেদ।

 অনুষ্ঠান পরিচালনা করেন বণিক সমিতির সমাজসেবা সম্পাদক রাফিউল ইসলাম রুবেল। বক্তাগণ বলেন, রসুল (সাঃ) কে মানা অথবা না মানার স্বাধীনতা আছে। তবে অবমাননা করার অধিকার কারো নেই। আমরা বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তি দাবি ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ।  সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্ত করা হয়।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...